ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয় উইন্ডিজের

প্রকাশিত: ১৫:০৬, ২২ জানুয়ারি ২০২১

দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয় উইন্ডিজের

স্পোর্টস রিপোর্টার॥ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার টস হেরে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২২ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে উইন্ডিজরা। তবে আগের সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি তারা। এবার বাংলাদেশী বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে ১৪৮ রানে। ৪৩.৪ ওভার ব্যাট করতে পেরেছে তারা। দুর্দান্ত বোলিং করে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ব্যাটিংয়ে সুবিধা হবে চিন্তা করে টস জিতে আগে ব্যাটিং নেয় উইন্ডিজরা। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্য একটি পরিবর্তন নিয়ে নামে তারা। টপঅর্ডার কিওর্ন ওটলি সুযোগ পান। সেই ওটলি এদিনও দলীয় ১০ রানে সুনিল এ্যামব্রিসের (৬) উইকেট হারানোর পর হাল ধরেন। এদিনও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন তাকে। দ্বিতীয় উইকেটে ৮ ওভার ২ বল মোকাবেলা করে ওটলি ও জশুয়া ডা সিলভা ২৬ রান যোগ করেন। তবে স্পিন আক্রমণ শুরু হতেই ধসে পড়ে তাদের প্রতিরোধ। অফস্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ওটলি ও জশুয়া সাজঘরে ফেরেন। ওটলি দীর্ঘক্ষণ ধৈর্য্য নিয়ে ৪৪ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন। আর জশুয়া ২২ বলে করেন ৫। মিরাজের পর সাকিব আল হাসান আক্রমণে এসে আরও চেপে ধরেন উইন্ডিজ ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আন্দ্রে ম্যাকার্থিকে (৩) বোল্ড ও অধিনায়ক জেসন মোহাম্মদকে (১১) এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান সাকিব। এরপর ক্রিজে এসেই রানআউট হয়ে যান আগের ম্যাচে দারুন ব্যাট করা কাইল মেয়ার্স (০)। ফলে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে উইন্ডিজ দল। বিপর্যস্ত দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছেন এনক্রুমাহ বোনার ও রোভম্যান পাওয়েল। তারাও ষষ্ঠ উইকেটে ২৬ রানের বেশি যোগ করতে পারেননি। এনক্রুমাহ ২৫ বলে ১ চারে ২০ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন। তবে রোভম্যান একাই লড়াই চালিয়ে যান। দশম উইকেটে আকিল হোসেনের সঙ্গে রোভম্যান ২৮ রানের জুটি গড়লে ভাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল উইন্ডিজ। কিন্তু নিজের শেষ ওভার বোলিং করতে আসেন মিরাজ। ইনিংসের ৪৪তম ওভারের চতুর্থ বলে ক্রিজ ছেড়ে বাইরে এসে তাকে উড়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন রোভম্যান। রোভম্যান ৬৬ বলে ২ চার, ১ ছক্কায় ৪১ রান করেন। এর ফলে থেমে যায় উইন্ডিজ ইনিংস। ৩৮ বল বাকি থাকতেই ১৪৮ রানে থমকে যায় উইন্ডিজের ইনিংস। আলজারি জোসেফ ১৭ রান করেন ও আকিল ১২ রানে অপরাজিত থাকেন। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য দেখান মিরাজ। এছাড়া মুস্তাফিজ ১৫ রানে ও সাকিব ৩০ রানে ২টি করে উইকেট নেন। স্কোর॥ ওয়েস্ট ইন্ডিজ ইনিংস- ১৪৮/১০; ৪৩.৪ ওভার (রোভম্যান ৪১, ওটলি ২৪, এনক্রুমাহ ২০, আলজারি ১৭; মিরাজ ৪/২৫, মুস্তাফিজ ২/১৫, সাকিব ২/৩০)।
×