ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফটিকছড়ি কোভিড হাসপাতাল মার্চ থেকে মা-শিশু হাসপাতাল হচ্ছে

প্রকাশিত: ১২:৫২, ২২ জানুয়ারি ২০২১

ফটিকছড়ি কোভিড হাসপাতাল মার্চ থেকে মা-শিশু হাসপাতাল হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ জনগণের অর্থায়নে পরিচালিত চট্টগ্রামের ফটিকছড়ি কোভিড হাসপাতাল পহেলা মার্চ থেকে মা ও শিশু হাসপাতালে পরিণত করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি এ ঘোষণা দেন এবং এতদসংক্রান্ত কার্যাদি সম্পাদনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ফটিকছড়ি পৌর সভার মেয়র ও আরএমও’কে নিয়ে একটি উপ-কমিটি ঘোষণা করেন। কমিটির সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাভিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, সদস্য ইউএনও মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হোসেন আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ড প্রতিনিধি খায়রুল বশর চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, মোহাম্মদ শাহজালাল প্রমুখ।
×