ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় বরফমিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ১,আহত অর্ধশতাধীক

প্রকাশিত: ১০:৫৬, ২২ জানুয়ারি ২০২১

পাথরঘাটায় বরফমিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ১,আহত অর্ধশতাধীক

সংবাদদাতা, পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরিতে এ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহত শাহজাহান ওরোফে সম্রাট (৬০) পিরোজপুর জেলোর পারেরহাটের বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ারে ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারটারদিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৎস্য ব্যাবসায়ী আলম মোল্লার মালিকানাধীন মোল্লা আইস ফ্যাক্টরিতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে ১ কিলোমিটার জুরে বিষাক্ত এ্যামোনিয়ো গ্যাস ছড়িয়ে পড়ায় দুর্গন্ধে মিলের আসপাশের অনেকেইে অসুস্থ হয়ে পড়ে এবং বিকট শব্দে স্তম্ভিত হয়ে পড়ে। ঘটনার পরে ওই রাতেই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সকলের খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তা বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে সাথে সাথে দুটি ইউনিটই ঘটনা স্থলে পৌছে যাই। গ্যাসের বিষাক্ত গন্ধে আমরা প্রথমে কাছে ভিরতে পারিনি। এসময় আমাদের দুজন ফায়ার কর্মীও অসুস্থ হয়ে পড়ে।
×