ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিনা অপরাধে ৫ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আরমান

প্রকাশিত: ০০:৫১, ২২ জানুয়ারি ২০২১

বিনা অপরাধে ৫ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আরমান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিনা অপরাধে ৫ বছর কারাভোগের পর হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন রাজধানীর পল্লবী এলাকার বেনারসী কারিগর মোঃ আরমান (৪৬)। তিনি ঢাকার পল্লবীর ১০ নম্বর সেকশনের ব্লক-এ’র মৃত ইয়াসিনের ছেলে। জানা গেছে, ২০০৫ সালে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের সহযোগীদের গ্রেফতার করতে পল্লবীর বিহারী ক্যাম্পের এক বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই বাসা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন বিহারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর শাহাবুদ্দিন বিহারীসহ গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে অফিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৭ সালের ৫ মার্চ জামিনে মুক্তি পান শাহাবুদ্দিন। পরবর্তীতে ২০১১ সালের ১৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাবুদ্দিন। আদালত থেকে জামিন পেয়ে ফেরার হন তিনি। তার অপর দুই সহযোগীর জামিনের আবেদন আদালত নাকচ করে দেয়।
×