ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নয়া কূটনৈতিক জোন তৈরি করা হচ্ছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০০:৪৯, ২২ জানুয়ারি ২০২১

নয়া কূটনৈতিক জোন তৈরি করা হচ্ছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ নতুন কূটনৈতিক জোন তৈরির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, পূর্বাচল প্রকল্পে একটি কূটনীতিক জোন করা হবে। কয়েকটি দূতাবাস ও হাইকমিশনের জমির চাহিদা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১০টি বিদেশী দূতাবাস কর্তৃক পটের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য উদ্যোগ নেয়া হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারী দলের সদস্য মোজাফফর হোসেন। লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, বিশেষত ব্রাজিল, শ্রীলঙ্কা, ওমান, কুয়েত, মায়ানমার ও আফগানিস্তান দূতাবাস স্থাপনের সূচনালগ্ন থেকেই এ বিষয়ে অনুরোধ জানিয়ে আসছে। এছাড়া ঢাকায় অবস্থিত ৫০টি কূটনৈতিক মিশনের মধ্যে যারা বরাদ্দপ্রাপ্ত অথবা নিজস্ব ক্রয়কৃত জমি ব্যবহার করছে না, তারাও আগ্রহ প্রকাশ করতে পারে বলে ইতোমধ্যেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
×