ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল কলেজ খোলার প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত: ০০:৩৬, ২২ জানুয়ারি ২০২১

স্কুল কলেজ খোলার প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে স্বাস্থ্যঝুঁকি এড়ানোসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার দুই মন্ত্রণালয়। আজ-কালের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠানো হবে। তবে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা নির্ভর করে করোনার পরবর্তী পরিস্থিতির ওপর। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পরিস্থিতি দেখে খোলা হবে প্রতিষ্ঠান। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখা’ সংক্রান্ত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মোঃ গোলাম ফরুক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসিবুল আলম, এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলো এই প্রস্তুতি সম্পন্ন করবে। এরপর মন্ত্রণালয় পরিস্থিতি দেখে যদি সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানাবেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নেয়া হয়েছে।
×