ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত হলো মুম্বাইয়ে

প্রকাশিত: ০০:২৮, ২২ জানুয়ারি ২০২১

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত হলো মুম্বাইয়ে

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমার শুভ মহরত হলো বৃহস্পতিবার মুম্বাইতে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের মহরতে উপস্থিত ছিলেন, ছবির পরিচালক শ্যাম বেনেগাল, প্রধান চরিত্র আরিফিন শুভসহ শিল্পী-কুশলীরা। শূটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুতফর রহমান এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর অনলাইনের। ছবিটির শূটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন। আগামী মাসের (ফেব্রুয়ারি) দ্বিতীয় সপ্তাহে মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’র শূটিং দেখতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের ভারতে যাবার কথা রয়েছে। থাকবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও।
×