ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয় বন্দীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০০:২৭, ২২ জানুয়ারি ২০২১

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয় বন্দীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২১ জানুয়ারি ॥ বৃহস্পতিবার রাতে টঙ্গী চেরাগআলী কলেজগেট এলাকায় কিশোর উন্নয়ন কেন্দ্রে এক ভারতীয় কিশোর বন্দীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রিজ উদ্দিন (১৭)। কিশোর উন্নয়ন কেন্দ্রের লোকজন বলছে, সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে বাইরের অনেকে বলাবলি করছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই কিশোর উন্নয়ন কেন্দ্রটিতে এর আগেও বন্দীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতে ভারতীয় কিশোর বন্দীর রহস্যজনক মৃত্যুর ঘটনার পর থেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে কাউকে ঢুকতে দিচ্ছে না সেখানকার কর্তৃপক্ষ। নিবাসী এলাকায় কার্যত কার্ফু অবস্থা বিরাজ করছে। ভেতরে বিরাজ করছে থমথমে অবস্থা। তথ্য জানার জন্য কোন সাংবাদিককে ভেতরে ঢুকতে দিচ্ছে না। প্রশাসনের লোকজন ঢুকতে পারলেও সাংবাদিকদের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম রাতে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বরাত দিয়ে জনকণ্ঠকে জানান, নিহত রিজ উদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে। রিজ উদ্দিন একটি মাদকের মামলায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে আটক ছিল। টঙ্গী হাসপাতালের চিকিৎসকরা জনকণ্ঠকে জানান, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রিজ উদ্দিনের লাশ উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসতালে নিয়ে যান। হেলাল উদ্দিন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জানান, রিজ উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রিজ উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা থেকে মাদকের একটি মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিজ উদ্দিনের লাশ টঙ্গী হাসপাতালেই ছিল। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জনকণ্ঠকে রাতে আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ দিকে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। প্রধান গেটের সামনে থেকে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। এমনকি কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের ফোনও রিসিভ করছেন না।
×