ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের জেএম সেন ভবন ইতিহাসের অংশ ॥ হানিফ

প্রকাশিত: ০০:২৫, ২২ জানুয়ারি ২০২১

চট্টগ্রামের জেএম সেন ভবন ইতিহাসের অংশ ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের যাত্রা মোহন সেনগুপ্তের (জেএম সেন) বাড়িটি ঐতিহ্যের ধারক। এটি একটি ঐতিহাসিক ভবন, যা ইতিহাসের অংশ। এ বাড়ি সংরক্ষণে সকল রকমের সহায়তা প্রদান করা হবে। বৃহস্পতিবার জেএম সেন ভবন পরিদর্শনে এসে কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এ্যাডভোকেট রানা দাশগুপ্তের কাছ থেকে ভবনটির অতীত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আশ্বস্ত করতে চাই যে, ঐতিহাসিক এ ভবনটি যেন ব্রিটিশবিরোধী সংগ্রামের ঐতিহ্য ধারণ করে থাকতে পারে সে বিষয় সকল রকমের সহায়তা করা হবে।
×