ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ ও হাসানে মুগ্ধ গিবসন

প্রকাশিত: ২৩:৩৫, ২২ জানুয়ারি ২০২১

মুস্তাফিজ ও হাসানে মুগ্ধ গিবসন

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর মাধ্যমে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সুপার লীগেও শুভ সূচনা হয়েছে। এই সুপার লীগকে মাথায় রেখে পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার কিছু সুফল পাওয়া গেছে প্রথম ম্যাচেই। বিশেষ করে পেসারদের নিয়ে পরিকল্পনা ছিল কোচ ও টিম ম্যানেজমেন্টের তা সফল হয়েছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ইন সুইঙ্গারে তাক লাগিয়েছেন এবং অভিষিক্ত ২১ বছর বয়সী তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়েছেন। এ দুই পেসারের ওপর দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি মুস্তাফিজ ও হাসানের প্রশংসা করেন। কাটার মাস্টার, শৈল্পিক স্লোয়ার ডেলিভারির রহস্যময়তা হারিয়ে ফেলছিলেন মুস্তাফিজ। ব্যাটসম্যানরা তাকে চিনে ফেলেছিলেন, সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই কাটার, স্লোয়ারের সঙ্গে ইনসুইং নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন অবশেষে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক ইন সুইঙ্গারে এলবিডব্লিউ করেন উইন্ডিজ ওপেনার সুনীল এ্যামব্রিসকে। তাকে নিয়ে গিবসন বলেন, ‘সে অনেক পরিশ্রম করেছে। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি তার কবজির পজিশন নিয়ে। সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভাল করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।’ মুস্তাফিজকেও ছাপিয়ে গেছেন অভিষেক হওয়া ২১ বছর বয়সী ডানহাতি পেসার হাসান। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকেরও সুযোগ তৈরি করেছিলেন। সেটি হয়নি, তবে ৩ উইকেট নিয়ে অভিষেক রাঙ্গিয়েছেন। তাকে নিয়ে গিবসন বলেন, ‘হাসান আমাকে একদমই অবাক করেনি, এ জন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। সে গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। সে আমাদের সঙ্গে আছে বেশ কিছুদিন হয়েছে এবং আমরা তার ভালভাবেই উন্নতি হতে দেখেছি। সুতরাং এটি ভাল ছিল যে সে তার সুযোগ পেয়েছে এবং অভিষেকেই তিন উইকেট তার পরিশ্রমের ভাল পুরস্কার।’
×