ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজে নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের বিদায়

প্রকাশিত: ২৩:৩৫, ২২ জানুয়ারি ২০২১

বাজে নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বেহাল রিয়াল মাদ্রিদের ললাটে আরও একটি লজ্জাজনক পরাজয় জুটেছে। দিনকয়েক আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর এবার গ্যালাক্টিকোরা স্প্যানিশ কোপা ডেল’রে থেকেও বিদায় নিয়েছে। তাও আবার তৃতীয় সারির দলের কাছে হেরে। বুধবার রাতে শেষ ৩২-এর ম্যাচে আলকোয়ানোর কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। অর্থাৎ শেষ ষোলোর আগেই তল্পিতল্পা গোছাতে হয়েছে জিনেদিন জিদানের দলকে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের ২৫তম মিনিটে (১১৫ মিনিট) জয়সূচক গোল করে ইতিহাস গড়ে আলকোয়ানো। মূল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করলেও মার্সেলো, ইস্কো, কাসেমিরো ও ভিনসিয়াস জুনিয়রের মতো তারকাদের নিয়ে মাঠে নামে রিয়াল। এরপরও শেষ রক্ষা হয়নি তাদের। তৃতীয় টায়ারের টুর্নামেন্টে বর্তমানে চতুর্থ স্থানে আছে আলকোয়ানো। ১৯৫১ সালের পর থেকে দলটি স্পেনের শীর্ষ লীগে খেলার যোগ্যতা অর্জন করেত পারেনি। সেই দলের কাছেও হারতে হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়ালকে। অবশ্য ম্যাচের ৪৫ মিনিটে এডার মিলিটাওয়ের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। বিরতির পর ৮২ মিনিটে জোশে সোলবেস আলকোয়ানোর হয়ে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে ইডেন হ্যাজার্ড, মার্কো এ্যাসেনসিও, টনি ক্রুস মাঠে নামলেও রিয়ালকে উদ্ধার করতে পারেননি। কাসেমিরোকে বাজে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ১১০ মিনিটে লালকার্ড দেখেন আলকোয়ানোর লোপেজ। যে কারণে শেষ দশ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগ কাজে লাগনো দূরে থাক ১১৫ মিনিটে গোল হজম করে বিদায় নেয় রিয়াল। এ সময় আল ডিয়াকিটের ক্রসে জুয়ানা কাসানোভা দারুণ গোল করে আলকোয়ানোকে ঐতিহাসিক জয় উপহার দেন। ম্যাচশেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, আমি কোচ, এটা আমারই দোষ। এই পরাজয়ের জন্য আমিই দায়ী। খেলোয়াড়রা চেষ্টা করেছে, কিন্তু তারপরও আমরা এখন টুর্নামেন্ট থেকে বাইরে। তিনি আরও বলেন, গত চারটি ম্যাচ ছাড়া এবারের মৌসুমে এখন পর্যন্ত আমরা ভালই করেছি। এখনও আমাদের সামনে লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ আছে। তবে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।
×