ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেস বোলিংয়ে নতুন আশার আলো হাসান

প্রকাশিত: ২৩:৩৩, ২২ জানুয়ারি ২০২১

পেস বোলিংয়ে নতুন আশার আলো হাসান

মোঃ মামুন রশীদ ॥ শুরুটা প্রায় এক বছর আগেই হয়েছিল। ২১ বছর বয়সী হাসান মাহমুদ বার্তা পেয়ে যান জাতীয় দলের জন্য তার ওপর ভবিষ্যতে ভরসা করতে চাইছেন নির্বাচকরা। কারণ গত বছর সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে টি২০ অভিষেক হয়ে যায় ১১ মার্চ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ঠাঁই পেয়ে যান হাসান। ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনাটা এখান থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শুরু করতে হয়েছে। কারণ আইসিসির ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সুপার লীগ শুরু করেছে বাংলাদেশ দল এ সিরিজ থেকে। আয়োজক ভারতসহ শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপ, নয়তো বাছাইপর্ব উতরাতে হবে। সেই লক্ষ্যে নির্বাচকরা তরুণ দুই পেসার হাসান আর শরিফুল ইসলামকে জায়গা দেন। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ মাশরাফি বিন মর্তুজা সেই পরিকল্পনার বাইরে থাকায় ছিটকে গেছেন। প্রথম সুযোগটা পেয়েই কাজে লাগিয়েছেন হাসান। বুধবার প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের ভুগিয়েছেন ডানহাতি গতিময় বোলিংয়ে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে অভিষেকটা দুর্দান্তই হয়েছে তার। আজ দ্বিতীয় ওয়ানডেতেও তার কাছ থেকে দারুণ কিছু পেতেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। এবার ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অনেক ধরনের জল্পনা-কল্পনা ঘিরে ধরে বাংলাদেশ দলকে। করোনা মহামারীর কারণে অনেকগুলো সিরিজ স্থগিত হয়ে যায়। তাই সাড়ে ১০ মাস বিরতির পরই উইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ। সেই ফেরার দলে নেই সফলতম অধিনায়ক ও পেসে আক্রমণের ভরসা মাশরাফি। ইনজুরির কারণে ফিটনেসজনিত সমস্যায় কার্যকর ও অপরিহার্য হয়ে ওঠা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও ছন্দে ফিরে আসা গতিময় তাসকিন আহমেদ ইনজুরির জন্য খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। সবমিলিয়ে উইন্ডিজ খর্বশক্তি নিয়ে সফরে আসার পরও সাফল্য পাওয়া নিয়ে একটা দুঃশ্চিন্তা কাজ করেছে বাংলাদেশ দলের ক্রিকেটভক্তদের মাঝে। কিন্তু নির্বাচকরা বারবারই বলছিলেন যথেষ্ট ব্যাকআপ পেসার তৈরি আছে তাদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ বিষয়ে বলেন, ‘আমাদের পেস আক্রমণে আমরা অনেক উন্নতি করেছি। আমরা দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে অনেক বেশি মনোযোগী হয়েছি। আপনারা দেখতে পাবেন আমাদের হাই পারফর্মেন্স দলে অনেক পেসার আছে যাদের পরস্পরের মধ্যে পার্থক্যটা খুবই কম। অনেক মেধাবী ও ভালমানের পেসার তারা। আমরা মূলত জাতীয় দলের পাইপলাইন হিসেবেই তাদের তৈরি করছি। এখন জাতীয় দলে খেলার জন্য তাদের মধ্যেই প্রতিযোগিতা তৈরি হয়েছে।’ হাসান সেই পরিকল্পনারই অংশ। তাছাড়া ২০২৩ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করা এবং সরাসরি সেই আসরে খেলার জন্য আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা জরুরী। সবমিলিয়ে মাশরাফিকে বাদ রেখেই নির্বাচকরা দল গড়েছেন এবার ওয়ানডে বিশ্বকাপ সুপার লীগ শুরু করার আগে। সৌভাগ্যক্রমে প্রথম ওয়ানডেতেই খেলার সুযোগ পেয়ে গেছেন হাসান। এরআগে গত বছরের শুরুতে পাকিস্তান সফরের দলেও ছিলেন তিনি। সেই সফরে খেলার সুযোগ হয়নি, তবে ১১ মার্চ ২০২০ জিম্বাবুইয়ের বিরুদ্ধে টি২০ দিয়ে জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চড়ান তিনি। সেই অভিষেকটা তেমন রঙ্গিন করতে পারেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। কিন্তু প্রায় ১ বছর পর ওয়ানডে অভিষেকে ঠিকই নিজেকে চিনিয়েছেন। নির্বাচকদেরও আস্থার প্রতিদান দিয়েছেন। ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে যাত্রা শুরু করেছেন হাসান। তারচেয়ে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের পাশাপাশি দুর্দান্ত বোলিং করে ক্যারিবীয় ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন। তার বোলিং দেখে উইন্ডিজের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার মুগ্ধ হয়ে বলেছেন, ‘ওর এ্যাকশনটা আমার পছন্দ হয়েছে। বেশ ওপর থেকে বল ছাড়ে সে। যে কারণে আপনি সবসময়ই অতিরিক্ত বাউন্স পাবেন।’ এভাবেই সফল হয়েছেন হাসান। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তাই পেস বোলিংয়ে তরুণ উদীয়মান পেস সেনসেশন হাসানের দিকে দৃষ্টি থাকবে সবার।
×