ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ২৩:২৩, ২২ জানুয়ারি ২০২১

বীর মুক্তিযোদ্ধা বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ সানোয়ার হোসেন রাজনীতিতে বুলা আহম্মেদের গুণগত অবদান, ১৯৬৯ এর গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ, মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমাজ গঠনমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন। এরপর সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের জামে মসজিদের পেশ ইমাম বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে পরমাণু শক্তি কমিশনের সদস্যবৃন্দ, কমিশনের সচিব, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য এবং ঢাকাস্থ ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালকগণ এবং সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানসহ প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন। -বিজ্ঞপ্তি
×