ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:১২, ২২ জানুয়ারি ২০২১

ঝলক

বিশ্বের বৃহত্তম ডাইনোসর! পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর কোনটি? এমন প্রশ্ন শুনে অনেকেই হয়তো ব্রঙ্কিওসরাসের নাম মনে পাস অস্ট্রিয়া ও ইতালির মাঝে আল্পস পর্বতে অবস্থিত। জাদুঘরটির নাম দ্য টপ মাউন্টেন ক্রসপয়েন্ট মোটরসাইকেল মিউজিয়াম। সেখানে ব্রো মোটরসাইকেল, ইন্ডিয়ান মোটরসাইকেল ও হারলে- ডেভিডসনের মতো ব্র্যান্ডের ২৩০টি আইকনিক মোটরসাইকেল ছিল। জাদুঘরে মোটরসাইকেল ছাড়াও বেশকিছু ভিন্টেজ গাড়িও ছিল। বেশ কয়েকটি ফেরারিস আই পোরসে গাড়ি ছিল। এ্যালবেন আই এ্যাটিলা শিচিবার নামে দুই ভাই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। তবে সম্প্রতি বিশ্বের সেই সবচেয়ে উঁচুতে অবস্থিত ওই বাইক মিউজিয়ামে ভয়াবহ আগুন লেগেছে। তাতে পুড়ে গেছে ২০০ আইকনিক মোটরসাইকেল। অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের এখন মন খুবই খারাপ। ফেরারি ও পোরসের বেশ কয়েকটি গাড়িও সেই আগুনে পুড়েছে। ভোরের দিকে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে জাদুঘরটির চারপাশে। -জি নিউজ মোটরসাইকেলের জাদুঘর বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত মোটরসাইকেলের জাদুঘর রয়েছে অস্ট্রিয়ার টিমিলসজোচ পাসে। এই করবে। সম্প্রতি আর্জেন্টিনার প্যালিওন্টোলজিস্টরা এমন এক ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হতে পারে। আর্জেন্টিনার উত্তর-পশ্চিম প্যাটাগোনিয়ার নিউউইন প্রদেশে ওই জীবাশ্ম পাওয়া গেছে। ওই ডাইনোসর টিটানোসর প্রজাতির। ধারণা করা হচ্ছে, জীবাশ্মটি ৯ কোটি ৮০ লাখ বছরের পুরনো। জীবাশ্মগুলোর মধ্যে ডাইনোসরের পেলভিক স্ট্রাকচার ও লেজের ২৪টি অংশের কশেরুকা পাওয়া গেছে। আর্জেন্টিনার দ্য জাপালা মিউজিয়াম, মিউজিও দে লা প্লাটা, মিউজিও এজিদিও ফেরুগলিও ও রাও নেগ্রো এবং জারাগোজা বিশ্ববিদ্যালয় গবেষণাটি পরিচালিত করছে। টিনটানসোররা সওরোপোদার গ্রুপের অধীনে পড়ে। এরা সওরোপড হিসেবে পরিচিত। পৃথিবীতে যেসব প্রাণী তখন ছিল সওরপডস ছিল তাদের মধ্যে অন্যতম। তাদের দীর্ঘ ঘাড়, লেজ, বিশাল দেহ, ছোট মাথা, চারটি হাতির মতো পা ছিল। এরা নিরামিষভোজী। ডাইনোসররা জুরাসিক যুগে (১০ কোটি ৫০ লাখ বছর আগে) পৃথিবীতে বাস করত। ক্রেটিসিয়াস যুগের শেষের দিকে (প্রায় ৭ কোটি বছর আগে) টিটানোসররা প্রাধান্য পেয়েছিল। ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে একটি বড় গ্রহাণু ধাক্কা দেয়। তখন বেশিরভাগ অ-এ্যাভিয়ান ডাইনোসরগুলোর মতো ক্রিটাসিয়াস-প্যালিওজিন প্রজাতিও পৃথিবী থেকে মুছে যায়। টিটানোসরাস হল সওরোপডদের মধ্যে বৃহত্তম। বিলুপ্তির আগে অন্য সব সওরোপডকে এরা মেরে ফেলে। ৪০ হাজার কেজি থেকে ৯০ হাজার কেজি হতো এদের ওজন। প্রাণীগুলোর মধ্যে বৃহত্তম টিটানোসরাস জীবাশ্মগুলো পাতাগোনিয়া থেকে এসেছে। ওখানেই নতুন জীবাশ্ম পাওয়া গেছে। টিটানসোসারগুলো এ্যান্টার্কটিকা ছাড়া সব সব মহাদেশেই পাওয়া গেছে। সর্বাধিক পরিচিত দুটি ডাইনোসর হলো প্যাটাগোটিয়ান এবং আর্জেন্টিনোসর। এদের ওজন প্রায় ৭০ হাজার কেজি থেকে ৯৯ হাজার কেজি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন জীবাশ্মের পায়ের হিউমারাস বা ফিমার হাড় ছাড়া ডাইনোসরটি কতটা বড় ছিল এবং এর কত ওজন ছিল তা নির্ধারণ করা কঠিন। প্রাণীটি ১২২ ফুট দীর্ঘ হতে পারে। এর ওজন হতে পারে প্রায় ৯০ হাজার কেজি। -ক্রেটিসিয়াস রিসার্চ জার্নাল
×