ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনাকালে মনের অসুস্থতা

প্রকাশিত: ২৩:১১, ২২ জানুয়ারি ২০২১

করোনাকালে মনের অসুস্থতা

* চরম দুর্দিন বটে। কেউ সুখে নেই। সুখে থাকার কথাও না। * মানসিক চাপ বৃদ্ধির সব কারণই এখনকার জীবনের নিত্য ব্যাপার। * চাকরি হারানো বা হারানোর ভয়, একাকিত্ব, আপনজন হারানোর বেদনা, ভয় অনেক রকমের মানসিক রোগকে উসকে দিচ্ছে। * প্রচুর মদ্যপান, ঘুমহীনতা, অতিরিক্ত ওষুধ সেবন, দুশ্চিন্তা মানসিক ভারসাম্যকে বিনষ্ট করছে। * যারা আগের থেকেই মানসিক রোগী বা ড্রাগ সেবনকারী, তারা আরও ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে কোভিডের প্রভাবে। এমনকি মৃতুও ঘটতে পারে। * আপনার মানসিক যত্ন তাই আপনাকেই নিতে হবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×