ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

লহরীর বর্ষপূর্তিতে মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতাসর

প্রকাশিত: ২৩:০৮, ২২ জানুয়ারি ২০২১

লহরীর বর্ষপূর্তিতে মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতাসর

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধসঙ্গীতের চর্চা এবং তার প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি গঠিত হয় লহরী নামের সংগঠন। এরপর থেকে শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে লহরী। সেসব আয়োজনে সুরের মূর্ছনায় রাঙিয়েছে শ্রোতার অন্তর। সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠার প্রথম বছর পূর্ণ করেছে সংগঠনটি। সেই সাফল্যের উদ্্যাপনে মানুষের অন্তর্গত সাধনা সঙ্গীতকে ছড়িয়ে দিতে চায় লহরী। যা কিছু সুন্দর তা সহজ করে পাওয়া যায় সুরের মূর্ছনায়- এমন ভাবনা থেকেই বর্তমানের সঙ্কটকাল কাটানোর আহ্বান জানিয়ে বর্ষপূর্তি উপলক্ষে গত ৮ জানুয়ারি থেকে শুরু হয় মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতাসর। মহামারীর কারণে সরাসরি সঙ্গীতানুষ্ঠানের পরিবর্তে ভার্চুয়ালি এই শুদ্ধসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় শ্রোতারা উপভোগ করতে পারবেন এ আয়োজন। সেই সুবাদে আজ অনুষ্ঠিত হবে সঙ্গীতাসরটির তৃতীয় পর্ব। অনুষ্ঠানে পেইজ লিংক : https:/ww/w.facebook.com/jnix । আজ শুক্রবার তৃতীয় পর্বের সঙ্গীতাসরে শোনা যাবে যন্ত্রসঙ্গীতের সুরেলা শব্দধ্বনি। তবলার উচ্চকিত বোলের সঙ্গে বাজবে সারেঙ্গীর স্নিগ্ধ সুর। সারেঙ্গীর বাজাবেন শৌণক দেবনাথ ঋক। রাগ ইমনের আশ্রয়ে উপস্থাপন করবেন আপন পরিবেশনা। তবলা বাজিয়ে শোনাবেন অঞ্জন সরকার। এদিনের সঙ্গীতাসরের সঞ্চালনা করবেন করবেন রায়হানুল আমিন কল্লোল। আগামী ২৯ জানুয়ারি শেষ হবে মাসব্যাপী এই ভার্চুয়াল সঙ্গীতাসর। যন্ত্রসঙ্গীতের সুরে সাজানো হয়েছে সমাপনী আয়োজন। শেষ দিনের আয়োজনে এস্রাজ বাজিয়ে শোনাবেন শুক্লা হালদার। সরোদে সুর ছড়াবেন প্রখ্যাত সরোদবাদক শামীম জহির। ষড়যন্ত্রের সাক্ষ্যবহ মেজর নাটকের মঞ্চায়ন আজ ॥ দেশের রাজনৈতিক ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনাটির নেপথ্যে ছিলেন একজন বিশেষ মেজর। নিজে আড়ালে থেকে স্বাধীনতার মহান স্থপতিকে হত্যার সুযোগটি করে দিয়েছিলেন ষড়যন্ত্রকারীদের। উল্টোপিঠে নির্মম হত্যকাণ্ডের উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ মেজর হয়ে যান রাষ্ট্রপতি। ক্ষমতাসীন হয়ে তিনি ইনডেমনিটি আইন করে হত্যাযজ্ঞের শিকার নারী, শিশুসহ সর্বোপরি জাতির পিতার হত্যাকারী মেজরদের সুরক্ষা করেন। ষড়যন্ত্র আর নিমর্মতার সাক্ষ্যবহ এমনই এক নাটক মেজর। আজ শুক্রবার সন্ধ্যায় শল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে প্রযোজনাটি। যৌথভাবে নাটকটি মঞ্চে এনেছে নাট্যদল প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র। আবুল ফজলের ‘মৃতের আত্মহত্যা’ গল্প অবলম্বনে নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
×