ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মশালায় পরিবেশমন্ত্রী

শব্দদূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এখনই সময়

প্রকাশিত: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২১

শব্দদূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এখনই সময়

বিশেষ প্রতিনিধি ॥ অবিলম্বে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেছেন, হাইড্রোলিক বন্ধ করতে পারলে শব্দদূষণ অনেকটাই কমে আসবে। এ সময় মন্ত্রী জানান, শব্দমুক্ত বাংলাদেশ গড়তে জনগণকে সম্পৃক্ত করে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। বিভিন্নমুখী সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণের বিরুদ্ধে জনমত তৈরি করা হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় শব্দদূষণ সহনীয় পর্যায় নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার পরিবেশ অধিদফতরে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ.কে.এম রফিক আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্পের পরিচালক হুমায়ুন কবির। পরিবেশমন্ত্রী বলেন, শব্দ দূষণের মাধ্যমে এ দেশে মানুষ তামাশা করে। উচ্চ স্বর সৃষ্টি মাধ্যমে উৎসব আনন্দ করে। অথচ তারা জানে না এই দূষণের মাধ্যমে মানুষের কী পরিমাণ ক্ষতি হচ্ছে। তিনি বলেন, প্রতিবছর বিআরটিএ প্রায় ৩ থেকে ৪ লক্ষ নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করছে। ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ণ, যত্রতত্র সাউন্ড বক্স, মাইকের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করা হচ্ছে।
×