ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরও চমক দেখাবেন মুস্তাফিজ-হাসান

প্রকাশিত: ২০:০৮, ২১ জানুয়ারি ২০২১

আরও চমক দেখাবেন মুস্তাফিজ-হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে বাংলাদেশ দলের অন্যতম বোলিং ভরসা মুস্তাফিজুর রহমান। কিন্তু তিনি ইন সুইং করাতে পারেন না বলেই সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানরা তার বোলিং রহস্য ধরে ফেলেছেন। তাই আগের ধারালো ভাব নেই ‘দ্য ফিজের’ বোলিংয়ে। এমন সমালোচনা অনেক দিন ধরেই। তবে মুস্তাফিজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেই দারুন সব ইন সুইঙ্গারে মুগ্ধ করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন দাবি করেছেন আগামীতে আরও চমকে দেবেন মুস্তাফিজ। এমনকি অভিষেকে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদকে নিয়েও গিবসন একই দাবি করেছেন। আজ সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ দল। আর শুরুতেই মুস্তাফিজের ভয়ানক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে যায়। দারুন এক ইনসুইংয়ে বিভ্রান্ত করে সাজঘরে ফেরত পাঠান ওপেনার সুনিল এ্যামব্রিসকে। মুস্তাফিজের এই নতুন চমক নিয়ে বোলিং কোচ গিবসন বলেন,‘সে অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি তার কবজির পজিশন নিয়ে। সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে।’ গিবসন আশাবাদী এমন চমক আরও দেখাবেন মুস্তাফিজ। তিনি দাবি করেন,‘আশা করছি সে এখান থেকে আরও ভাল করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।’ ফিজের পাশাপাশি চমক দেখিয়েছেন ২১ বছর বয়সী তরুন পেসার হাসান মাহমুদ। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি ওয়ানডে অভিষেকে। গিবসন বলেন,‘হাসান মাহমুদের দারুণ অভিষেক হয়েছে। সে আমাকে একদমই অবাক করেনি, এজন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি।’ গত বছরের শুরুতেই পাকিস্তান সফরে প্রথম জাতীয় দলে জায়গা পান হাসান। কিন্তু সেই সফরে অভিষেক হয়নি তার। শেষ পর্যন্ত গত বছরই ১১ মার্চ জিম্বাবুইয়ের বিপক্ষে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার আন্তর্জাতিক অভিষেক হয় টি২০ ম্যাচে। সেই ম্যাচে অবশ্য তেমন ভাল করতে পারেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন। একই মাঠে প্রায় ১ বছর পর হাসানের ওয়ানডে অভিষেকটা হয়েছে রাঙ্গানো। ৬ ওভারে ১ মেডেনে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকেরও সুযোগ তৈরি করেছিলেন। সব মিলিয়ে হাসানকে নিয়ে মুগ্ধ গিবসন। তিনি বলেন,‘সে প্রায় গত ১২ মাস ধরেই আমাদের সাথে আছে। সে আমাদের সাথে আছে বেশ কিছু দিন হয়েছে এবং আমরা তার ভালভাবেই উন্নতি হতে দেখেছি। সুতরাং এটি ভাল ছিল যে সে তার সুযোগ পেয়েছে এবং অভিষেকেই ৩ উইকেট তার পরিশ্রমের ভাল পুরষ্কার।’
×