ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুরি ও ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

প্রকাশিত: ১৯:২৪, ২১ জানুয়ারি ২০২১

চুরি ও ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, ছোরা, হাইড্রোলিক কাটার, তালা ভাঙ্গার রড, হাতুড়ি, গ্রিল ও তালা কাটার বিভন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, শীতকালে দোকান, বাসাবাড়ি, বিপণি বিতানে ডাকাতি ও চুরি বেড়ে যায়। এটা প্রতিরোধের লক্ষ্যে ডিবির ৩২টি টিম একযোগে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে। এডিসি হাফিজ বলেন, সবাই সচেতন হলে এসব ঘটনা প্রতিরোধ করা যাবে। বিশেষ করে কারও বাসায় নতুন দারোয়ান বা মালি নিয়োগ দিলে, তা যেন নিকটবর্তী থানাকে জানানো হয়। তাহলে বাসা-বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা কমে আসবে।
×