ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে খুলনায় নতুন ঘরসহ জমি পাচ্ছে ৯২২ গৃহহীন পরিবার

প্রকাশিত: ১৯:০০, ২১ জানুয়ারি ২০২১

মুজিববর্ষে খুলনায় নতুন ঘরসহ জমি পাচ্ছে ৯২২ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের মতো খুলনা জেলার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডুমুরিয়া উপজেলায় সংযুক্ত হয়ে শনিবার (২৩ জানুয়ারি) সকালে জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সসঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরও জানানো হয় ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়-২ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ‘ক’ শ্রেণীর তালিকাভুক্ত ভুমিহীন ও গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে গৃহ প্রদান করা হবে। এর অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জেলার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি নবনির্মিত ঘরগুলো জমিসহ পরিবারগুলোর কাছে হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন। দ্বিতীয় পর্যায়ে আরও দেড় হাজার ঘর নির্মাণের প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগসহ সরকারী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নবনির্মিত ঘর হস্তান্তর সরাসরি সম্প্রচার নির্বিঘœ করতে জেলা প্রশাসকের নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তদারকিতে সকল পর্যায়ের কর্মকর্তারা এক নাগাড়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা সার্বিক বিষয় দেখভাল করছেন। সম্প্রচার স্থানে বিশাল আকৃতির যায়ান্ট স্ক্রীণ, সাউন্ড সিস্টেম, দুর নিয়ন্ত্রিতশব্দ যন্ত্র, দৃষ্টি নন্দন প্যানা ফেস্টুন, পল্লী বিদ্যুতের সংযোগ ছাড়াও থাকছে নিজস্ব বিদ্যুত ব্যবস্থা।
×