ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মওদুদ এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন

প্রকাশিত: ১৯:০০, ২১ জানুয়ারি ২০২১

মওদুদ এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তাদের পরামর্শ মতে নিয়মিত ওষুধ সেবন করতে বলেছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের প্রেসউয়িং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন। হিমোগ্লোবিন কমে যাওয়া ও শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার মওদুদ আহমদ। ২৩ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথেমে সিসিইউতে থাকলেও ১৩ জানুয়ারি থেকে কেবিনে রাখা হয়। ৭ জানুয়ারি মওদুদ আহমদের শরীরে পেসমেকার লাগানোর পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় আসেন। এখননো অসুস্থ্য হলেও তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রনে রয়েছে। তবে তাঁকে চিকিৎসকদের সার্বক্ষনিক পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।
×