ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুমিনুলরা দিলেন করোনা টেস্ট

প্রকাশিত: ১৮:১১, ২১ জানুয়ারি ২০২১

মুমিনুলরা দিলেন করোনা টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেছে। দুই দফা করোনা টেস্ট দিয়ে নেগেটিভ সনদ নিয়েই ওয়ানডে দলের ১৮ ক্রিকেটার এই সিরিজে খেলছেন। ওয়ানডে দলের সদস্যরা আছেন জৈব সুরক্ষা বলয়ে। আজ বৃহস্পতিবার অবশ্য তৃতীয় দফায় টেস্ট দলে থাকা ক্রিকেটাররা করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সৌরভসহ যারা বাংলাদেশের হয়ে শুধু টেস্ট খেলার জন্য প্রাথমিক দলে আছেন তারা এ দফায় নেগেটিভ হলে চট্টগ্রামে যাবেন। চট্টগ্রামে ২ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগের দুই দফায় করোনা নেগেটিভ হওয়ায় মুমিনুলসহ টেস্ট দলের বাকি সদস্যরা বুধবারই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল বেশ আগেই ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে অনেকেই চলমান ওয়ানডে সিরিজ খেলছেন। ওয়ানডে স্কোয়াডের সবাই দুই দফা করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে নেগেটিভ ফল পেয়ে যান। এরপর ওয়ানডে দলের সবাই জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলেই ছিলেন। তবে যারা টেস্ট দলের সদস্য তাদের করোনা টেস্ট হয়েছে পরে। দুই দফা পরীক্ষার পর বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য করোনা টেস্টের নমুনা দিয়েছেন মুমিনুলরা। নেগেটিভ সনদ পাওয়া পর টেস্ট দল চট্টগ্রামে যাবে বিশেষ বিমানে করে। গত ১৭ জানুয়ারি টেস্ট দলের সদস্যরা প্রথম করোনা টেস্টের নমুনা দেন। দ্বিতীয়বার তারা নমুনা দেন ১৯ জানুয়ারি। এ দুই পরীক্ষাতেই টেস্ট দলের সব সদস্যের ফল নেগেটিভ এসেছে। তারপর বুধবারই তারা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন এবং টিম হোটেলেই অবস্থান করছেন। তৃতীয় দফা নেগেটিভ হওয়ামাত্র তারা বন্দরনগরী চট্টগ্রামে রওনা হয়ে যাবেন। এ বিষয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন,‘দুই পরীক্ষায় টেস্ট দলের সবাই নেগেটিভ এসেছে। আজ তৃতীয় ও শেষ টেস্ট চলছে। এখানে যারা নেগেটিভ হবেন তারা চট্টগ্রামে যাবেন। টেস্ট দল গতকাল টিম হোটেলে চেক ইন করেছে।’
×