ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৩ শরণার্থীর প্রাণহানি

প্রকাশিত: ১৬:৪৭, ২১ জানুয়ারি ২০২১

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৩ শরণার্থীর প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ লিবিয়া উপকূলে শরণার্থী ও অভিবাসীবাহি নৌকাডুবে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ জনকে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়। মঙ্গলবার লিবিয়ার জাওয়াইয়া শহর থেকে যাত্রা শুরুর কয়েক ঘন্টা পরই খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। আফ্রিকার দেশগুলোতে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে। ২০১৪ সাল থেকে এই স্থানটিতে ১৭ হাজারেরও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।
×