ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

প্রকাশিত: ১৫:০২, ২১ জানুয়ারি ২০২১

গাজীপুরে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে ১৫০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শহরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃরা হলো লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মো. হোসেনের ছেলে সেলিম (৩২) ও নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার ছেলে মো. কাওসার মিয়া (৪০)। তারা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাজদাইর এলাকার পৃথক দুটি বাসায় ভাড়া থাকেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বুধবার দিবাগত রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে। গ্রেফতারকৃতরা এসব মাদকদ্রব্য লালমনিরহাটের আদিতমারী থেকে নারায়ণগঞ্জ শহরে নিয়ে যাচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক(এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা অহিদুজ্জামান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বৃহষ্পতিবার কালিয়াকৈর থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
×