ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারে

প্রকাশিত: ১২:২৪, ২১ জানুয়ারি ২০২১

বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরারত অবস্থায় মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ৪টি মাছ ধরার নৌকাসহ ২০ বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা। বুধবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদিয়ার অদূরে সীতাপাহাড় নামক বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। সাবরাং ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, বুধবার দুপুরে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার কবির মাঝির পুত্র আমির হোসেন, মোহাম্মদ হোসেনের পুত্র আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের পুত্র অলি আহমদ ও আমির হোসেনের পুত্রসহ ২০ জেলে আমিরুল ইসলামের মালিকানাধীন ৪টি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরারত অবস্থায় ২০ জেলেসহ নৌকাগুলোকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান বলেন, সেন্টমার্টিনের ওই অংশটুকু কোস্টগার্ড দেখভাল করে থাকে। তারপরও খোঁজ নিয়ে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×