ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘এক দিনের কাজ বাকি আছে’

প্রকাশিত: ০১:৪১, ২১ জানুয়ারি ২০২১

‘এক দিনের কাজ বাকি আছে’

গত বছর আলোচিত সিনেমা ‘পরাণ’ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাস তা হতে দেয়নি। সিনেমাটা নিয়ে ভীষণ আশাবাদী সিনেমার নায়িকা। কিন্তু লকডাউন এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পুরো বছরই মীম ছিলেন আত্মনিবৃত্তে। ছোট পর্দা এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে তাকে মাঝে মধ্যে পাওয়া গেলেও বড় পর্দা ছিল মীমশূন্য! নতুন বছরে মীম এখনও পুরোদমে কাজ শুরু না করলেও চলছে পুরোদমে প্রস্তুতি। সদ্য শেষ করেছেন ‘দামাল’ ছবির কাজ। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে রায়হান রাফি নির্মাণ করছেন চলচ্চিত্র ‘দামাল’। শূটিং শুরু হয়েছে গত ২৫ নবেম্বর সৈয়দপুরের পার্বতীপুর এলাকায়। শূটিংয়ের প্রথম দিনই অংশ নিয়েছিল মীম। নতুন বছরের ভাবনার কথা জানতে চাইলে মীম আনন্দকণ্ঠকে বলেন, বেশ কয়েকটি ওয়েব চলচ্চিত্রের গল্প হাতে পেয়েছি সেগুলো পড়ছি। নতুন বছর এখনও কাজ শুরু করেনি। মাঝে একটু অসুস্থ ছিলাম। তবে এখন ভাল আছি। শীঘ্রই কাজ শুরু করব। এরই মধ্যে ‘দামাল’ ছবির আমার অংশের কাজ শেষ করেছি। আমার আর এক দিনের কাজ বাকি আছে। এই মাসের শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। করোনাকালের শূটিং অভিজ্ঞতা : ঢাকার বাইরে শূটিং হয়েছে সবাই নিয়মনীতি মেনেই কাজ করেছে। তা ছাড়া গ্রামে লোকসংখ্যা অনেকটা কম। ইউনিটের সবাই চেষ্টা করেছেন স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে। চরিত্র নিয়ে এখনই বলতে বারং আছে। তবে মুক্তিযুদ্ধের সময়কার প্রতিবাদী এক তরুণীর চরিত্রে অভিনয় করেছি বাকিটা জানতে হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। মুক্তির অপেক্ষায় আছে মীম অভিনীত ‘ইত্তেফাক’ ও ‘পরাণ’ ছবি দুটি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে। ছোট পর্দায় মীমের আগ্রহ কম। মাঝে একটি কাজ করেছিলেন। আপাতত নাটক নিয়ে ভাবছেন না। সিনেমা নিয়েই ভাবছেন। অনেক ছবির প্রস্তাব আসে কিন্তু গল্প পছন্দ না হলে কাজ করা হয় না। গল্পভিত্তিক সিনেমায় কাজে আগ্রহী মীম। আমাদের দেশে ওটিটির জন্য কাজ বেড়েছে। এ মাধ্যম নিয়ে আলোচনা-সমালোচনা দুটিই আছে। এর কেমন সম্ভাবনা দেখছেন? খুবই ভাল সম্ভাবনা দেখছি। এটি সময়ের দাবি। ওটিটিতে দর্শক আগ্রহী আছেন। মীম মনে করেন কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা থাকবেই। তবে থেমে থাকা যাবে না। নতুন ভাবনায় এগিয়ে যেতে হবে। আনন্দকণ্ঠ প্রতিবেদক
×