ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০১:১৭, ২১ জানুয়ারি ২০২১

২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদফতরের সচিব ব্রেন্ডন মারফি বলেছেন, অন্তত ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের কোন সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ানদের। তিনি আরও বলেন, এ বছর সীমান্তে পর্যাপ্ত বিধিনিষেধ এবং হোটেল কোয়ারেন্টাইন নিয়ম বহাল থাকবে। বুধবার অস্ট্রেলিয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। খবর গ্রিক সিটি টাইমসের। এই মুহূর্তে নাগরিকদের এবং দেশটিতে বসবাসরত স্থায়ীদের দেশ ছাড়ার কোন আবেদন গ্রহণ করা হবে না যদি না তারা শর্ত মেনে চলে। এজন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলো হলো- জাতীয় স্বার্থে ভ্রমণ, সহানুভূতিশীল বা মানবিক কোন কাজ, তিন মাস বা তারও অধিক সময় ধরে অস্ট্রেলিয়ার বাইরে ভ্রমণ করছেন, অস্ট্রেলিয়ায় চিকিৎসা সম্ভব নয় এমন জরুরী চিকিৎসার জন্য, ব্যবসা বা কর্মী সংক্রান্ত কাজ এবং মহামারী করোনার সহায়তামূলক কোন কাজের জন্য আবেদন করতে পারবেন। এদিকে গ্রিক সিটি টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অধ্যাপক মারফি এবিসি টিভিকে জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ার সীমানা ফের খেলার কোন সম্ভাবনা দেখছেন না তিনি। বহিরাগতদের আসার বিষয়ে জানিয়েছেন, যতক্ষণ না নিরাপদ মনে হবে সে পর্যন্ত বহিরাগতদের প্রবেশের কোন দ্বার খুলছে না।’
×