ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক স্থানান্তরের দাবি

প্রকাশিত: ০০:১৯, ২১ জানুয়ারি ২০২১

সড়ক স্থানান্তরের দাবি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মুলাডুলি দরগাপাড়ায় সরকারী রাস্তা রেখে আবাদি জমির মধ্য দিয়ে তৈরি করা কাঁচা রাস্তা স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত জমির মালিক পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য দেন কৃষকের ছেলে আসাদুল হক। এছাড়াও ক্ষতিগ্রস্ত জমির মালিক আব্দুর রহমান সরদার, তার বড় মেয়ে আলিয়া বেগম ও ছোট মেয়ে শরিফা খাতুন বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, রাস্তার নির্দিষ্ট জমি ফেলে আমাদের আবাদি জমির মধ্য দিয়ে কাঁচা রাস্তা তৈরি করায় আট শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টির সমাধানের জন্য ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার ও মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেও কোন সমাধান হয়নি।
×