ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে ভূমিহীনদের উচ্ছেদ করে গৃহ নির্মাণের প্রতিবাদ

প্রকাশিত: ০০:১৮, ২১ জানুয়ারি ২০২১

নাটোরে ভূমিহীনদের উচ্ছেদ করে গৃহ নির্মাণের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জানুয়ারি ॥ ভূমিহীনদের উচ্ছেদ করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাটোরে গৃহনির্মাণ প্রকল্পের ঘর তৈরির অভিযোগ এনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমিহীনসহ এলাকার কয়েক শ’ নারী-পুরুষ। বুধবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাকশোর দোবিলা এলাকার কয়েক শ’ নারী-পুরুষ প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। এ সময় দরিদ্র এসব নারী-পুরুষ অভিযোগ করেন, পর্যাপ্ত সরকারী পরিত্যক্ত খাসজমি থাকা সত্ত্বেও এলাকার মানুষের আপত্তি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভূমিহীনদের বাড়িঘর ভেঙ্গে, গাছপালা কেটে ঘর নির্মাণ করছেন। এর ফলে সেখানকার ভূমিহীনরা আশ্রয়হারা হওয়ার শঙ্কায় ভুগছেন। তারা বলেন, যাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে তারা নিজেরাই ভূমিহীন। অথচ তাদের বরাদ্দ না দিয়ে কাদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে সে বিষয়ে জানে না। এদিকে ওই জায়গার পেছনে ব্যক্তি মালিকানা জায়গায় বসবাসরত ব্যক্তিরা জানান, সামনে ঘর নির্মাণ করা হলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এদিকে সরকারী এই জায়গা থেকে উচ্ছেদকারীদের ব্যক্তি মালিকানার জায়গা দিয়ে তৈরি হওয়া গ্রামীণ সড়ক দিয়ে আশপাশের এলাকায় অন্তত ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া বিলের কয়েক শ’ বিঘা জমির ফসল মহিষের গাড়িসহ যাতায়াতের জন্য ব্যবহার করেন কৃষকরা। ইতোমধ্যেই ওই জায়গার রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক গ্রামের মানুষের চলাচল ও জমি থেকে ফসল আনা নেয়া বন্ধ আছে। রাস্তায় চলাচলকারী জামতৈল গ্রামের লোকজন জানান, হাট বাজারসহ শহরের সঙ্গে যোগাযোগ ও যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। এটি বন্ধ হয়ে গেলে তাদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। অন্তত ৩ কিলোমিটার রাস্তা ঘুরে তাদের শহরের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফসল তোলা ও হাটে বাজারে যেতে সমস্যা হবে। এলাকাবাসী আরও জানান, বাকশোর থেকে কালিগঞ্জ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার পাশে ফাঁকা খাসজমি ও জায়গা থাকলেও সেসব স্থানে ঘর নির্মাণ না করে ভূমিহীনদের উচ্ছেদ করে কেনই বা এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সেখানকার লোকজন বিষয়টি নিয়ে ভুল বুঝার কারণে এ অবস্থা হয়েছে। বধ্যভূমি দখলে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সন্তানের ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২০ জানুয়ারি ॥ ভাণ্ডারিয়ায় বধ্যভূমি দখলে বাধা দেয়ায় বুধবার দুপুরে শাহীন বিশ্বাস নামের এক মুক্তিযোদ্ধা সন্তানের ওপর হামালার ঘটনা ঘটেছে। সে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বিশ্বাসের ছেলে এবং বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য। শাহীন বিশ্বাস জানান, ভাণ্ডারিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বধ্যভূমিতে হঠাৎ করে ভূমিদস্যু অঞ্জন দেবনাথ ও তার স্বজনরা অবৈধভাবে ঘর তুলতে শুরু করে। এ সময় খবর পেয়ে ঘর তোলায় বাধা প্রদান করলে অঞ্জন ও তার স্বজনরা শাহীন বিশ্বাসের ওপর হামলা চালায়। অঞ্জন দেবনাথের দাবি ওই জমি তার এবং সে বৈধভাবে ঘর তুলতে যায়।
×