ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা- পদ্মা সেতু’ নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ২৩:১৬, ২১ জানুয়ারি ২০২১

‘শেখ হাসিনা- পদ্মা সেতু’ নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে এ রিটের শুনানি হবে বলে জানা গেছে। এদিকে ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ‘লঙ্ঘনের’ অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরসেদ আলমসহ ৬৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন এ রিট আবেদনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিব, প্রধান প্রকৌশলী ও পদ্মা সেতুর প্রজেক্ট ডিরেক্টরকে বিবাদী করা হয়েছে। সেইসঙ্গে সেতুটির নাম ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আর্জি জানানো হয়েছে। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন জনকণ্ঠকে বলেন, আগামী সপ্তাহে এ রিটের শুনানি হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর পূর্বেই বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা ঘোষণা দেন। তার একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামেই হওয়া উচিত। দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক। দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে বিদেশীরা যখন সরে গেল তখন পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। এর জন্য তো তিনি ক্রেডিট পেতেই পারেন। তাই তার নামে পদ্মা সেতুর নাম ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছি। সেইসঙ্গে শেখ হাসিনার নামে সেতুটির নাম ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারিরও আবেদন করা হয়েছে।
×