ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সভায় দাবি

সিপিবির সমাবেশে বোমা হামলা ছিল পরিকল্পিত

প্রকাশিত: ২৩:০৭, ২১ জানুয়ারি ২০২১

সিপিবির সমাবেশে বোমা হামলা ছিল পরিকল্পিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের বাম রাজনীতি ও কমিউনিস্টদের ধ্বংস করতে সিপিবির সমাবেশে বোমা হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলছেন, এ হামলা ছিল পরিকল্পিত। যে কারণে দলের ওপর হামলার দায় চালানোর চেষ্টা করেছিল সে সময়ের সরকার। যা সত্যিই নিন্দনীয় বলেও উল্লেখ করে নেতারা বলেন, হামলার মধ্যে কমিউনিস্ট রাজনীতি ধ্বংস করা সম্ভব হয়নি। উল্টো বাম ধারার রাজনীতির জাগরণ শুরু হয়েছে। বুধবার ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকীতে শহীদদের স্মরণে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনের অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। এরপর সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম বিকল্প শক্তির উত্থানের মধ্য দিয়ে শহীদদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি বলেন, ২০ জানুয়ারির পল্টন ময়দানের বোমা হামলার পর আলামত সংগ্রহ না করে সিপিবির নেতাকর্মীদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে।
×