ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও বৃষ্টি হতে পারে- বাড়বে শীত

প্রকাশিত: ২৩:০৩, ২১ জানুয়ারি ২০২১

আজও বৃষ্টি হতে পারে- বাড়বে শীত

স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীতের মধ্যেই বৃষ্টির বাগড়া। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে হাল্কা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আকাশে মেঘ এবং ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের দেখাও মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরেই শীত আরও বেড়ে যাবে। শনিবার থেকেই উত্তরের হাওয়া জোরালো হতে পারে। সেই সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এবারের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রীর মধ্যে নেমে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে গেছে। সম্প্রতি বছরগুলোর রেকর্ডে শীতকালে বৃষ্টি হয়নি বলে উল্লেখ করা হয়ছে। তারা বলেন, শীতে এমনিতে বৃষ্টিপাতের পরিমাণ একেবাইে কমে যায়। বিশেষ করে অন্য মাসের তুলনায় জানুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৯ মিলিমিটার এবং ডিসেম্বরে এর পরিমাণ ৯.৬ মিলিমিটার। কিন্তু সম্প্রতি বছরগুলোতে এই সামান্য বৃষ্টিরও দেখা পাওয়া যাচ্ছে না। তবে এবার শীতের শুরুতে দুই দফায় বৃষ্টির দেখা মিলেছে। এদিন রাজধানীতে দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ১০টার পর রাজধানীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। কোথাও কোথাও এর চেয়ে বেশি বৃষ্টিও হয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় বৃষ্টির দেখা মিলেছেন। তবে বৃষ্টির মধ্যে দেশের তাপমাত্রা বেড়েছে। তবে আজ বৃহস্পতিবার আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা আবারও কমে যেতে পারে। তখন শীত বাড়ছে। এমনি আরও এক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা কমে জানুয়ারির শেষ পর্যন্ত শীতের অনুভূতি বাড়বে বলেও উল্লেখ করেন আবহাওয়াবিদরা। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, আজও বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টির পর শুক্রবার থেকে কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে। তিনি বলেন, ঢাকাসহ অনেক এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ঢাকায় দশমিক ৪ মিলিলিটার। বৃষ্টির কারণে আগামীকাল শুক্রবার থেকে ফের দিন-রাতের তাপমাত্রা কমবে। শীত বাড়বে। শুষ্ক আবহাওয়ায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেশ কয়েক দিন থাকতে পারে। এদিকে বুধবার সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ে আছে সারাদেশ। সেই সঙ্গে রয়েছে শীতের দাপট। এর মধ্যে তাপমাত্রার পারদ উর্ধমুখী রয়েছে। দিনের পাশাপাশি রাতেও গরম অনুভূত হবে। তাপমাত্রার এই ওঠামানায় বাড়ছে জ্বর, সর্দি-কাশির প্রকোপও। আগের দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও বুধবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে। সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতে উত্তরের জীবযাত্রাও অস্বাভাবিক হয়ে পড়েছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক মহাসড়কগুলোতে হেডলাাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁও ॥ জেলায় গত ১৫ দিনের অধিক সময় ধরে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা আর তীব্র শীত এবং দুপুরে কড়া রৌদ্র হচ্ছে। এমনি আবহাওয়ার কারণে ঝলসে যাচ্ছে বোরো ধানের চারা। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। দিন দিন হলুদ বর্ণ ধারণ করে শুকিয়ে মরে যাচ্ছে বোরো ধানের চারা। টানা দুই সপ্তাহের এমন শৈত্যপ্র্রবাহের কারণে বিপাকে পড়েছেন জেলার বোরো চাষীরা। রাঙ্গামাটি ॥ পার্বত্য জেলায় হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শীতের কারণে রাঙ্গামাটির স্বাভাবিক জন জীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোর থেকে ঘন কুয়াশার কারণে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হাড় কাঁপানো কনকনে শীতের কারণে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
×