ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে আট মাসে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: ২৩:০০, ২১ জানুয়ারি ২০২১

সাড়ে আট মাসে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা এবং শনাক্তের হার একযোগে কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু, যা সাড়ে আট মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৭৯৫০ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১০টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৬৬৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা ৮ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে, ৪১-৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১-৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রামে ১ জন করে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৩৫৬ জন, ছাড়া পেয়েছেন ৭৩৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ২০১ জন, ছাড়া পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৮৮০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৬ হাজার ৭০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৯ জন, ছাড়া পেয়েছেন ১০৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৩৫৬ জন, ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৩৩২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৪ জন।
×