ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিটি ফেডারেশন-নাটাব সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ১৯:০৭, ২০ জানুয়ারি ২০২১

টিটি ফেডারেশন-নাটাব সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও নাটাব ফিজিক্যাল কেয়ার এ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক (এনপি আরসি, নাটাব ভবন, ৪৪/১ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা) মধ্যে সোমবার সন্ধ্যায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । যার অধীনে বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দল ও বয়সভিত্তিক দলের খেলোয়াড় ও কোচসহ ৩০ জন, স্পোর্টস ফিটনেস ও ইঞ্জুরি নিরাময় সংক্রান্ত সহযোগিতা পাবে এনপি আরসির কাছ হতে । শুধু তাই নয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে টেবিল টেনিস খেলোয়াড় ও কোচবৃন্দ ইনজুরি পরবর্তী রিহ্যাব, কাউন্সিলিং ও পুষ্টিবিদের সহযোগিতাও পাবেন । সমঝোতা স্বারকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এনপি আরসির পক্ষ থেকে ডক্টর জুবায়ের স্বাক্ষর করেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন, টেবিল টেনিস জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী ও এনপি আরসিএর কর্মকর্ত অহিদুজ্জামান রাজু ।
×