ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ

প্রকাশিত: ১৯:০৭, ২০ জানুয়ারি ২০২১

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন দাবা লিগ কমিটির চেয়ারম্যান ডঃ শরীফ আশরাফুজ্জামন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দাবা লিগ কমিটির সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও সজল মাহমুদ ও লিগ কমিটির সদস্য ও দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আমির আলী রানা। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলা হয়। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে ৯ দিন ব্যাপী এ দাবা লিগ এ এবার রেকর্ড সংখ্যক ৪২ টি দল অংশগ্রহণ করছে। আজ ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান প্রাপ্ত দু’টি দল আগামী ২০২১ এর শেষে অনুষ্ঠিত প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এ ইভেন্টে মোট ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার থাকবে যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার টাকা, রানার্সআপ দল ১৫ হাজার টাকা ও তৃতীয় স্থান লাভকারী দল ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। শীর্ষস্থান প্রাপ্ত তিনটি দলের খেলোয়াড়দের ওয়ালটন সামগ্রী, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
×