ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাকিব-হাসানে উইন্ডিজকে বিপর্যস্ত করল বাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৮, ২০ জানুয়ারি ২০২১

সাকিব-হাসানে উইন্ডিজকে বিপর্যস্ত করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যস্ত করেছে বাংলাদেশের বোলাররা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। প্রত্যাবর্তনের ম্যাচে ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করে উইন্ডিজ ইনিংস ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া অভিষেক হওয়া তরুন পেসার হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। জয়ের জন্য বাংলাদেশ ১২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে। প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ নিয়ে অনেক শঙ্কা কাজ করছিল। তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ খর্বশক্তি আর অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকাতে আত্মবিশ্বাসী ছিল স্বাগতিক বাংলাদেশ। সেটার প্রতিফলন দেখা গেছে বাংলাদেশী বোলারদের মধ্যে। ব্যাট করতে নামার পর শুরুতেই ক্যারিবীয় ইনিংসে আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি দুর্দান্ত ইন সুইঙ্গারে এলবিডব্লিউ করে দেন ওপেনার সুনিল এ্যামব্রিসকে (৭)। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আবার আঘাত হানেন তিনি, এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার জশুয়া ডা সিলভাকে (১২)। সাকিব এদিন ৭.২ ওভারে ২ মেডেন দিয়ে মাত্র শুরুর এই আঘাতে বিপর্যস্ত ক্যারিবীয়দের আরও বিপদে ফেলেন বাঁহাতি স্পিনার সাকিব। ৪৮৬ দিন পর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তিনি একে একে তুলে নেন আন্দ্রে ম্যাকার্থি, অধিনায়ক জেসন মোহাম্মদ, এনক্রুমাহ বোনার ও আলজারি জোসেফকে। অপর প্রান্তে ঝড় তোলেন অভিষিক্ত পেসার হাসান। ৩০তম ওভারে পর পর দুই বলে তিনি সাজঘরে ফেরান রোভম্যান পাওয়েল ও রেমন রেইফারকে। তবে হ্যাটট্রিকের সুযোগটা কাজে লাগাতে পারেননি এ তরুন। পরবর্তীতে তিনি আকিল হোসেনকে সাজঘরে ফিরিয়ে অভিষেকটা রঙ্গিন করে তোলেন। ৬ ওভারে ১ মেডেন দিয়ে ২৮ রানে ৩ উইকেট দখল করেন। মুস্তাফিজ নেন ২০ রানে ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ে শুধুমাত্র দারুন ব্যাট চালিয়েছেন কাইল মেয়ার্স। তিনি ৫৬ বলে ৪ চার, ১ ছক্কায় ৪০ রান করেন। এছাড়া রোভম্যান পাওয়েল ৩১ বলে ২ চার ও ২ ছক্কা হাঁকিয়ে করেন ২৮ রান। এরপরও ৩২.২ ওভারে মাত্র ১২২ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
×