ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকরি জাতীয়করণের দাবিতে এলজিইডি’র নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন

প্রকাশিত: ১৫:৩২, ২০ জানুয়ারি ২০২১

চাকরি জাতীয়করণের দাবিতে এলজিইডি’র নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ চাকরি জাতীয়করণের দাবিতে এলজিইডি’র নিয়োগ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ (২০ জানুয়ারী) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিয়োগবঞ্চিতরা। সেখানে ৩৭৯৬ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি জাতীয়করণ করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রির দৃষ্টি আকর্ষণ করা হয়। নিয়োগবঞ্চিতরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আমরণ অনশন কর্মসূচীতে যাবেন। জানা গেছে, হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায় পাওয়ার পরও ৩৭৯৬ জনের চাকরি রাজস্বখাতে নেয়া হয়নি বছরের পর বছর। তাদেরকে নিয়োগ না দিয়ে সম্প্রতি এলজিইডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে কারণে ফুসে উঠেছেন নিয়োগবঞ্চিতরা। মানববন্ধনে নিয়োগবঞ্চিতরা জানিয়েছেন, আমরা হাজার হাজার পরিবার বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছি। আমাদের আশ্বাস দেয়া হয়েছে চাকরি রাজস্বখাতে নেয়া হবে। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়ও আমাদের পক্ষে। কিন্তু এখন আমাদের চাকরি স্থায়ী না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এটা আমাদের জীবন-মরণের প্রশ্ন। এ বিষয়ে আমরা মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। উল্লেখ্য, বিভিন্ন জেলা থেকে এলজিইডি’র নিয়োগবঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা দাবি আদায়ের জন্য ঢাকা এসেছেন।
×