ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ১৫:১৬, ২০ জানুয়ারি ২০২১

নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন জন গুরুত্বপূর্ন রাস্তা-ঘাঠে এখনোও আধুনিকতার ছোঁয়া লাগেনি। বছরের পর বছর সংস্কার না করায় বেহাল দশায় রয়েছে জনগুরুত্বপূর্ণ মহাদেবপুর-শিবগঞ্জ সড়কটি। কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। কোথাও কোথাও সড়কের দু’ধার ভেঙ্গে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির দুই প্রান্তে দুটি বড় হাট-বাজার ‘মহাদেবপুর ও শিবগঞ্জ’। এ দুটি বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, সফাপুর ও সদর ইউনিয়ন এবং মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের প্রায় ১৫হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করলেও সেটি সংস্কারে তেমন কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নওগাঁ সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ জানান, সরেজমিন পরিদর্শন করা হয়েছে। একটি প্রকল্প গ্রহণ করে সড়কটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×