ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০০:৫৭, ২০ জানুয়ারি ২০২১

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

ভাইস প্রিন্সিপাল মুন্নো ইন্টারন্যাশনাল স্কুল এ্যাণ্ড কলেজ E-mail: [email protected] প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গত সংখ্যায় আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের (Question No. 5) Gap filling with correct form of verbs (right form of verbs and subject–verb agreement as per context)–এর গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার ও পরীক্ষার উপযোগী উদাহরণ অনুশীলন করেছি। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের (Question No. 6) Changing sentences (change of voice, sentence types, degrees)-এর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আলোচনা করব। মনে রেখ, পরীক্ষায় নির্দিষ্ট একটি context-এর ৫টি বাক্যকে নির্দেশ মতো পরিবর্তন করতে বলা হবে। পরিবর্তনগুলো হবে তিন ধরনেরঃ Voice: Active হতে Passive অথবা, Passive হতে Active; Sentence pattern: Simple, Complex ও Compound sentence-এর পারস্পরিক পরিবর্তন এবং Affirmative, Negative, Interrogative, Imperative, Exclamatory and vice-versa; Degree: Adjective ও Adverb-এর Positive, Comparative ও Superlative degree সংক্রান্ত পরিবর্তন। আমরা ধারাবাহিকভাবে নিয়মগুলোর আলোচনা ও ব্যবহার লক্ষ্য করব। মনে রেখ ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে Transformation-এর গুরুত্ব অপরিসীম। TRANSFORMATION: Transformation of a sentence means changing the form of a sentence without changing its meaning or altering its sense. Knowledge of Sentence Transformation helps us to expand our usage skills by testing various ways of presenting a sentence in multiple ways but without changing its actual meaning. SIMPLIFIED DISCUSSION: বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখে গঠনগত পরিবর্তনের প্রক্রিয়াই হল Transformation of Sentence. Transformation বিভিন্ন উপায়ে করা যেতে পারে। নিম্নে কিছু নিয়ম আলোকপাত করা হল।
×