ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকির ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০০:৩৮, ২০ জানুয়ারি ২০২১

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকির ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন হুমকি দিয়েছেন-গাবতলী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোমিনুল হক শিলুকে ভোট দিতেই হবে। তা না হলে কারও রক্ষা নেই। তিনি নেতা কর্মীদের প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনেরও নির্দেশ দিয়ে বলেছেন, ধানের শীষ নিয়ে যে কথা বলবে তাকে পিটুনি দিতে হবে। কর্মী সমাবেশে বক্তব্য দেয়ায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ঘটনার পর গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রতিপক্ষ প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোটারদের হুমকি দেওয়ার ভিডিওর সিডিসহ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। গাবতলী উপজেলার দাড়াইল বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্যের ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সাজেদুর রহমান শাহীন বিষয়টি স্বীকার করে বলেন, তিনি দাড়াইল বাজারের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন ক্যাম্পে গিয়ে এই কথা বলেন। নির্বাচনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে তিনি এসব কথা বলেছেন। রিটার্নিং অফিসার ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রওনক জাহান বলেন, মেয়র প্রার্থী মোমিনুল হকের নির্বাচনী সভায় তার পক্ষে একজন নেতার ভোটারদের হুমকি দিয়ে বক্তব্যের সিডিসহ লিখিত অভিযোগ পেয়েছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে নৌকার প্রার্থীসহ বক্তব্যদাতাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে।
×