ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলা নিয়ে সংশয়, অনুমতি দেননি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:২১, ২০ জানুয়ারি ২০২১

বাণিজ্যমেলা নিয়ে সংশয়, অনুমতি দেননি প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২১ প্রস্তাবে অনুমতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার বাণিজ্যমেলা আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে এটা নিশ্চিত যে, আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না এক মাসব্যাপী এ মেলার এবারের আসর। মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিষয়টি নিশ্চিত করেছে। খবর বাংলানিউজের। রফতানি উন্নয়ন ব্যুরোর এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী মেলা আয়োজনের জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সে রকমই জানানো হয়েছে। কী কারণে প্রস্তাব ফেরত দেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, কী কারণে ফেরত দেয়া হয়েছে সেটা নির্দিষ্ট করে বলতে পারব না। তবে ধারণা করা হচ্ছে, করোনা মহামারীর জন্য হতে পারে। তাহলে কী এবার আর বাণিজ্যমেলা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী যেহেতু অনুমতি দেননি, তাই আপাতত মেলা হচ্ছে না। পরবর্তীকালে মেলা হবে কি-না সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা মেলার কার্যক্রম শুরু করেছিলাম, যাতে রমজানের আগে মেলাটা করতে পারি। এখন সেটা সম্ভব হচ্ছে না। এবার হবে কি-না সেটা নির্ভর করছে বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অনুমতির ওপর। তারা যদি মনে করেন ব্যবসা বাণিজ্যের জন্য বছরের অন্য যে কোন সময় এ মেলার আয়োজন করা দরকার, তাহলে হতে পারে। ইপিবি সূত্রে জানা যায়, প্রতিবছর ইংরেজী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু নবেম্বর থেকে করোনার দ্বিতীয় ওয়েভ আসায় এবারের মেলা মার্চে শুরুর প্রস্তাব এসেছে। সবকিছু বিবেচনা করে আগামী মার্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইনে এবং শারীরিক উপস্থিতি উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ এগোতে থাকে রফতানি উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্টরা। সে অনুযায়ী সব প্রস্তুতিও এগিয়ে নেয়া হয়। এ লক্ষ্যে সোমবার জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন/ রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় ইপিবি।
×