ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী বিশ্বের শক্তিধর দেশের পক্ষে কাজ করছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০০:০০, ২০ জানুয়ারি ২০২১

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী বিশ্বের শক্তিধর দেশের পক্ষে কাজ করছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শক্তিধর দেশের সঙ্গে কাজ করছে। মানবতার খাতিরে বাংলাদেশ সরকার বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদের সহযোগিতা করেছে। বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় মানবতার মা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সন্ত্রাসী কার্যকলাপকে কোন গোষ্ঠী পছন্দ করে না উল্লেখ করে রোহিঙ্গাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এর পাশে একটি মঞ্চে রোহিঙ্গা মাঝিদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অধিকার আদায় করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ সরকার কোন রোহিঙ্গাকে জোর করে মিয়ানমারে ঠেলে দেবে না। এর আগে মন্ত্রী দুপুর আড়াইটায় হেলিকপ্টার যোগে ভাসানচর হয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এ পৌঁছেন। রোহিঙ্গাদের নিয়ে কথা বলার সময় বিভিন্ন ক্যাম্পের ৯০ জন পুরুষ মাঝি ও ২০ জন মহিলা উপস্থিত ছিলেন। রোহিঙ্গারা ঐ সময় মন্ত্রীকে ২০১৭ সালের ২৫ আগস্টে মিয়ানমারের সেনা পুলিশ ও রাখাইন যুবকদের নির্যাতন নিপীড়ন জুলুম ধর্ষণ হত্যার কথা তুলে ধরেন। মন্ত্রী দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। এ সময় জেলা প্রশাসক মামুনুর রশীদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোহা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ শাকিল আহমদসহ সরকারী বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×