ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের অসি বধে অনুপ্রাণিত উইন্ডিজ

প্রকাশিত: ২৩:৩৭, ২০ জানুয়ারি ২০২১

ভারতের অসি বধে অনুপ্রাণিত উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দলের অনেক নিয়মিত ক্রিকেটারই এবার আসেননি। তাই অলরাউন্ডার জ্যাসন মোহাম্মদের নেতৃত্বে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে খর্বশক্তির উইন্ডিজ দল। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের দুর্দান্ত টেস্ট সিরিজ বিজয়ে অনুপ্রাণিত উইন্ডিজরা এবার বাংলাদেশকেও হারিয়ে দিতে চায়। নিয়মিত কয়েকজন নির্ভরযোগ্য ক্রিকেটারকে ছাড়াই জিতেছে ভারত। উইন্ডিজ অধিনায়কও আজ প্রথম ওয়ানডেতে নামার আগে মঙ্গলবার জানালেন ভারতের জয়ে উজ্জীবিত হয়ে একই সাফল্য বয়ে আনার প্রত্যয়। বাংলাদেশের মাটিতে স্বাগতিক দলের স্পিনারদের দাপট থাকে সবসময়। সফরকারীরা স্পিনেই কুপোকাত হয়ে থাকে। আর এবার ক্যারিবীয় দলে এক ঝাঁক নতুন মুখ। অধিকাংশ ক্রিকেটারই বাংলাদেশের মাটিতে যেমন খেলেননি, আন্তর্জাতিক ম্যাচও খেলেননি অনেকে। কিন্তু ভাঙ্গাচোরা দল নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত টেস্ট সিরিজ জিতেছে। মঙ্গলবার ব্রিসবেন টেস্ট ৩২৮ রান তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই। সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছেন জ্যাসন মোহাম্মদ। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট দিনে কেমন খেলব তার ওপর সবকিছু নির্ভর করছে। অবশ্যই অনেকের অভিষেক হতে যাচ্ছে। কিন্তু যখন নিজের মধ্যে এবং দলের সবার মধ্যে জিততে পারার আত্মবিশ^াস থাকে তখন যে কোন কিছুই অর্জিত হতে পারে।
×