ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইব্রাহিমোভিচ, অবামেয়াংয়ের জোড়া গোলের রাত

প্রকাশিত: ২৩:৩৭, ২০ জানুয়ারি ২০২১

ইব্রাহিমোভিচ, অবামেয়াংয়ের জোড়া গোলের রাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবলে সোমবার রাতে মাঠ মাতিয়েছেন জøাতান ইব্রাহিমোভিচ ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। এই দুই তারকাই নিজ নিজ দলের হয়ে জোড়া গোল করেছেন। ইতালিয়ান সিরি’এ লীগে ইব্রাহিমোভিচের দুই গোলে ভর করে এসি মিলান ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ক্যাগলিয়ারিকে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে অবামেয়াংয়ের দুই গোলে আর্সেনাল ৩-০ ব্যবধানে হারিয়েছে সফরকারী নিউক্যাসল ইউনাইটেডকে। গানার্সদের হয়ে অপর গোলটি করেন বুকায়ো সাকা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে মিলানের হয়ে প্রথম গোলটি করেন ৩৯ বছর বয়সী ইব্রা। সার্ডিনিয়ায় অনুষ্ঠিত ম্যাচের বিরতির পর (৫২ মিনিট) দ্বিতীয় গোল করেন সুইডিশ তারকা। এ নিয়ে আট ম্যাচে পঞ্চমবারের মতো জোড়া গোলসহ মোট ১২ গোল করেছেন ইব্রা। এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান। ২০১১ সালের পর প্রথমবারের মতো লীগ শিরোপা জয়ের লক্ষ্যে এবার দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে মিলান। দলটির কোচ স্টেফানো পিউলি বলেন, এই জয় মিলানের চেয়েও আমাদের নিজেদের জন্যই একটি ভাল লক্ষণ। আমরা সবাই মিলে ক্লাবটিকে সেরা অবস্থানে ফেরাতে চাই। শেষ পর্যন্ত সেরা অবস্থান ধরে রাখার জন্য যা কিছু দরকার এই দলটি তা করবে। ইনজুরির পর মাঠে ফিরে নিজেকে প্রমাণ করছেন ইব্রাহিমোভিচ। তারসঙ্গে শিরোপা জয়ের মিশন আরও জোরালো করার জন্য জুভেন্টাস ও বেয়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার মারিও মানদুকিচকেও চুক্তিভুক্ত করতে যাচ্ছে মিলান। ইপিএলে আগের ম্যাচে পয়েন্ট হারানো আর্সেনালকে আবার স্বপথে ফিরিয়েছেন অবামেয়াং। অথচ একমাসেরও কম সময় আগেও তেমন সুফল পাচ্ছিল না গানার্সরা। কিন্তু সর্বশেষ ১৫ পয়েন্টের মধ্যে ১৩ পয়েন্টের সংগহ মাইকেল আর্তেতার দলকে পৌঁছে দিয়েছে তালিকার দশম স্থানে। শুধু তাই নয় শীর্ষ চার থেকে মাত্র সাত পয়েন্টের দূরত্বে আছে গানার্সরা। আর্সেনালের হয়ে সবার নজর কেড়েছেন ক্লাবের দুই উদীয়মান খেলোয়াড় এমিল স্মিথ রো ও বুকায়ো সাকা। অধিনায়কের জোড়া গোলের বাইরে দলের বাকি গোলটি এসেছে এই জুটির অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে। ম্যাচশেষে আর্সেনাল কোচ আর্তেতা বলেন, দলের জয়ের সময় তারা আমার মুখে একটি হাসির রেখা ফুটিয়ে তুলেছিল। আমি জানি তাদের কাজ করার সামর্থ্য। তারা সত্যি দারুণভাবে উন্নতি করছে। এটিই হচ্ছে তাদের মেধা। সতীর্থসহ অন্য সবাই তাদের সহায়তায় এগিয়ে আসে।
×