ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুয়াশায় ফেরি ও নৌ চলাচল ব্যাহত

প্রকাশিত: ২৩:০৯, ২০ জানুয়ারি ২০২১

কুয়াশায় ফেরি ও নৌ চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ শীতের পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দেশের ভিন্ন ভিন্ন অঞ্চল। ফলে যান চলাচলে ভোগান্তি বাড়ছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ফেরিসহ নৌযান চলাচল। অপরদিকে সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে। ফলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে। বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। এদিকে তীব্র শীতের জনজীবন যেমন স্থবির হয়ে পড়ছে তেমনি বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এদিকে আজ বুধবার এবং আগামীকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে বৃহস্পতিবার থেকে আরও এক দফায় শীতের দাপট শুরু হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে তাপমাত্রা বাড়ায় দেশের চলমান শৈত্যপ্রবাহ হঠাৎই থেমে গেছে। তারা জানায় আজ অথবা আগামীকাল ঢাকাসহ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও ক’দফা কমে বাড়বে শীতের তীব্রতা। আবহাওয়াবিদরা জানিয়েছে পশ্চিমা লুঘচাপ সক্রিয় হওয়ায় তাপমাত্রা বেড়ে গেলেও শীত এখনই কমছে না। বরং বৃষ্টির পর শীতের মাত্রা আরেক দফা বাড়বে।
×