ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

মাত্র ২৬ মাস বয়সী ইয়াকিনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ২৩:০৯, ২০ জানুয়ারি ২০২১

মাত্র ২৬ মাস বয়সী ইয়াকিনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশু মির্জা মোহাম্মদ ইয়াকিনকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রচণ্ড জীবনী শক্তিতে ভরপুর কচি এক প্রাণ ইয়াকিন। বাবা মায়ের একমাত্র ছেলে। বয়স ২ বছর ২ মাস। গত ৭ জানুয়ারি হঠাৎ করেই জ্বর ওঠে ইয়াকিনের। আবহাওয়া পরিবর্তনের জন্য এমন হচ্ছে ভেবে তার বাবা মা জ্বরের স্বাভাবিক চিকিৎসা চালাতে থাকে ২-৩ দিন। কিন্তু সেই জ্বর ১০৩-১০৪ ডিগ্রীর নিচে যেন কিছুতেই নামতে চায় না। তাই ইয়াকিনকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে। ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করে জানা যায় মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে সে। এরপর ইয়াকিনকে নেয়া হয় ঢাকা শিশু হাসপাতালে। সেখানে বোনম্যারো রিপোর্ট অনুযায়ী রোগটার নাম বলা হয় ‘একিউট লিউকোমিয়া লিম্ফোব্লাস্টিক’ যা বর্তমানে দ্বিতীয় স্টেজে আছে। সঠিক চিকিৎসা পেলে বয়স কম হবার কারণে খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারে বলেও জানালেন কর্তব্যরত চিকিৎসক। তবে প্রয়োজন বড় অঙ্কের টাকা, যার পরিমাণ ৪০ লাখ। ইয়াকিনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে আর্থিক সাহায্য। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ মিজানুর রহমান, ডাচ বাংলা ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা, হিসাব নং ১১০-১০৩-১৩৪২৭। বিকাশ নং ০১৭১১১১৫৩২৭ ও ০১৬৭৫৫৪৯০৮৮। যোগাযোগ করতে পারেন ইয়াকিনের চাচা মিতুল রহমানের এই মোবাইল নম্বরে ০১৭১১১১৫৩২৭। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×