ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনাকালে নিউমোনিয়ার টিকা

প্রকাশিত: ২৩:০৮, ২০ জানুয়ারি ২০২১

করোনাকালে নিউমোনিয়ার টিকা

* এবার নিউমোনিয়ার টিকা নিয়ে কথা। * বাচ্চারা টিকা রুটিনে নিউমোনিয়ার টিকা পায়। * বড়রা উন্নত বিশ্বে নিউমোনিয়ার টিকা পেয়েছে ছোট বয়সে, যা এখন কমে এসেছে তাদের শরীরে। * গবেষকদের মাথায় যা খেলছে তা হলো বাচ্চারা কম আক্রান্ত কোভিডে, তাতে কি এই নিউমোকক্কাল ও এইচ আই বি (ঢ়হবঁসড়পড়পপধষ ধহফ ঐরন) এর কোন ভূমিকা আছে ? কেউ কেউ বলছেন আছে। * এ্যান্টিজেনিক মিমিক্রি আছে হয়ত, যার ফলে এসব টিকা অন্যান্য জীবাণুর জন্যে হলেও করোনা রোগ প্রতিরোধে কাজ করছে। * করোনা আক্রান্ত রোগীর শরীরে উপর্যুপরি যদি নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হয় তবে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। * তাই অনেকে এবার করোনাকালে নিউমোনিয়ার টিকা দিতে আগ্রহী। আর দিলে তো ক্ষতি নেই, লাভ ছাড়া। প্রতিবছর নিউমোনিয়াতে বহু মানুষের আই সি উ কেয়ার লাগে। * বিশেষ করে বৃদ্ধ ও শ্বাসকষ্টের রোগীকে অবশ্যই নিউমোনিয়ার টিকা দেয়া উচিত। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×