ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানবন্দর সড়কে দম্পতিকে চাপা দেয়া বাসের চালক গ্রেফতার

প্রকাশিত: ১৯:৪০, ১৯ জানুয়ারি ২০২১

বিমানবন্দর সড়কে দম্পতিকে চাপা দেয়া বাসের চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হালকা যানবাহন চালানোর লাইসেন্স নিয়েই দীর্ঘদিন ধরে বাস চালাচ্ছিলেন রাজধানীর বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেয়া বাসচালক তসিকুল ইসলাম (২৮)। গ্রেফতারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) কাছে নিজেই তার উপযুক্ত লাইসেন্স না থাকার বিষয়টি স্বীকার করেছে। দুর্ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সোমবার গভীররাতে গাজীপুর থেকে চালক তসিকুলকে গ্রেফতার করা হয় বলে সিআইডির (ঢাকা মহানগর) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক এসব কথা জানান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তবে বাসের হেলপার ও কন্ডাক্টার পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সিআইডির (ঢাকা মহানগর) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা মিতুকে (২৫) নিয়ে মোটরসাইকেলে করে গুলশানে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিমানবন্দরের পদ্মা অয়েল গেইটের পাশে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আজমেরী গ্লোরি পরিবহন নামের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন। তিনি জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় সোমবার বিমানবন্দর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। থানা পুলিশ এই মামলার তদন্ত করছে পাশাপাশি সিআইডিও ছায়া তদন্ত করে। ঘটনার পর সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে ঘটনার অভিযানে নেমে গাজীপুরে আত্মগোপন করে থাকা তসিকুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযানের নেতৃত্বদানকারী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, নিজস্ব গোয়েন্দাদের তথ্য, প্রথাগত ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে চালক তসিকুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তসিকুল দাবি কওে, মোটরসাইকেলটি হঠাৎ তার সামনে চলে আসে, কুয়াশার কারণে তিনি মোটরসাইকেলটি দেখতে না পারায় চাপা পড়ে যায়। পলাতক বাসের হেলপার ও কন্ডাক্টারকে ধরতে অভিযান চলছে। তিনি বলেন, চালক চাপা দেয়ার কথা স্বীকার করেছে। আমরা তদন্ত করছি, তদন্তে বিস্তারিত উঠে আসবে। সিআইডি কার্যালয়ে চালক তসিকুল নিজেই দাবি করেন, তার হালকা যান চালানোর লাইসেন্স আছে। ১০ বছর ধরে এই লাইসেন্স দিয়েই তিনি গাড়ি চালাচ্ছেন। গ্রেফতারকৃত তসিকুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে।
×