ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমালোচনাকে পেছনে ফেলতে চান তামিম

প্রকাশিত: ১৭:৩৬, ১৯ জানুয়ারি ২০২১

সমালোচনাকে পেছনে ফেলতে চান তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ কাল সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে তার নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে। এখন মাশরাফি ওয়ানডে দলে নেই, পূর্ণ অধিনায়ক তামিম। আজ তামিম জানিয়েছেন, নিজের দায়িত্বে ঠিক থেকে সামনে এগিয়ে যেতে চান। সেজন্য সব ধরণের সমালোচনা কিংবা প্রশংসাসহ যেকোন ধরণের আলোচনা মানতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। মাশরাফির উত্তরাধিকারী হিসেবে তামিমের জন্য চ্যালেঞ্জ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। এছাড়া মাশরাফির যে অবদান ছিল তার কিছুটা ব্যাত্যয় ঘটলেও সমালোচনা সইতে হবে। এ বিষয়ে তামিম বলেন,‘মাশরাফি ভাই দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে যত সমালোচনা আমি শুনেছি আমার মনে হয় না বাংলাদেশের কোন ক্রিকেটারই শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি।’ অর্জনের জন্য প্রশংসা আর ব্যর্থতায় সমালোচনা শুনতে প্রস্তুত আছেন অধিনায়ক তামিম। তবে নিজ দায়িত্বে অটল থেকে সামনে এগিয়ে যেতে চান তিনি। তামিম বলেন,‘আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা। আমি আগামীকাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। আমি সমালোচনার জন্য প্রস্তুত, প্রশংসার জন্যও প্রস্তুত। কারণ আমি রোমাঞ্চিত।’ ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার আগেই অবশ্য অধিনায়কত্বের প্রস্তুতি সেরেছেন তামিম। কিছুদিন আগে হওয়া দুই আসর- বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ ও বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি নেতৃত্ব দিয়েছেন। শিক্ষাও নিয়েছেন কিছু কিছু বিষয়ে। তামিম বলেন,‘এটা একটা ভাল দিক বলতে পারেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরু করার আগে আমি দুইটা টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে পেরেছি। মহামারীর কারণে দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু সিরিজ মিস করেছি। দুটো টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। কঠিন ছিল বলে অনেক কিছু শিখতে পেরেছি। যদি ভাল করে থাকি তাহলে সেটা সামনে এগিয়ে নেব।’
×