ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশিত: ১৭:২১, ১৯ জানুয়ারি ২০২১

ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে শতাধিক পর্যটন কর্মীদের নিয়ে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ কার্যক্রম শুরু করা হয়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইনের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের সকল সদস্য, ট্যুরিজম এসোসিয়েশন অব কুয়াকাটার সদস্যরা, ট্যুরিস্ট বোট সদস্য, ট্যুরিস্ট গাইড, বানিজ্যিক ক্যামেরাম্যান, স্ট্রীট ফুড ভেন্ডরগণ, বীচের ক্ষুদে দোকানিসহ সবাই এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে এক কিলোমিটার সৈকত পরিচ্ছন্ন করা হয়েছে। উপস্থিত পর্যটকরা এ কাজের প্রশংসা করে নিয়মিত পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান। পুলিশ কর্মকর্তা সোহরাব হোসাইন জানান, বীচ পরিচ্ছন্ন ছাড়াও দোকানপাট, ক্যামেরাম্যান ছাতা-বেঞ্চি স্থাপনে, বোটসহ নৌযান ছাড়ার জন্য একটি শৃঙ্খলায় আনা হচ্ছে সকল কার্যক্রম। জিরো পয়েন্টের এক কিলোমিটার এলাকা পর্যটকের জন্য নীরব এলাকা থাকবে। তারা সৌন্দর্য অবলোকন করবেন, কোন ধরনের বিরক্তিকর অভিজ্ঞতার শিকার যেন না হন তার জন্য সমন্বিতভাবে সকল পদক্ষেপ নেয়া হয়েছে। কুয়াকাটাকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে রাখার পদক্ষেপ নেয়ার কথা জানালেন তিনি। কুয়াকাটা সৈকতে কোন ধরনের পলিথিন, চিপস খোসা, মিনারেল পানির খালি বোতল, ডাবের খোসাসহ কোন বর্জ্য থাকতে পারবে না বলেও সকলের সহায়তায় তা নিয়মিত অপসারন করানোর প্রত্যয় ব্যক্ত করলেন সোহরাব হোসাইন।
×